নিজেদের ঘরের মাঠে ভারতের লজ্জাজনক পরাজয়
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গুয়াহাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে রানের পাহাড়ের নিচে চাপা পড়ে চূর্ণ-বিচূর্ণ হলো ভারত। ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ৪০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় রোহিতবিহীন ভারত। রানের হিসাবে এটি ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। একই সঙ্গে নিজেদের মাটিতে ২৫ বছর পর প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ২–০ ব্যবধানে ভারতকে হোইয়াইটওয়াশ করার মাধ্যমে সিরিজ জিতে নেয় টেম্বা বাভুমার দল।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল প্রোটিয়াদের হাতে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৮৯ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে সফরকারীরা। মধ্যক্রমে সেনুরান মুথুসামির দায়িত্বশীল ১০৯ রানের ইনিংস এবং মারকো ইয়ানসেনের ৯৩ রানের দ্রুতগতির ব্যাটিং ইনিংসকে এগিয়ে নেয়। ওপেনার রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমাও অবদান রাখেন গুরুত্বপূর্ণ ইনিংস দিয়ে। ভারতের হয়ে কুলদীপ যাদব চারটি এবং বুমরাহ ও জাদেজা দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম ইনিংসে দ্রুতই চাপের কাছে পরাস্ত হয়। সিমন হারমার ও ইয়ানসেনের ঘূর্ণি ও পেসের দুর্দান্ত সমন্বয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ইয়ানসেন প্রথম ইনিংসে একাই ছয় উইকেট শিকার করে ভারতীয় টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেন। ওয়াশিংটন সুন্দর ৪৮ রান করলেও দলকে বড় স্কোর এনে দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। ফলে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
৪৮৯ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও প্রভাব বিস্তার করে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস ৯৪ এবং টনি ডি জর্জি ৪৯ রান করে দলকে ২৬০/৫ পর্যন্ত নিয়ে যান, এরপরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বাভুমা। ভারতের হয়ে জাদেজা চার উইকেট শিকার করলেও প্রতিপক্ষের লিড ঠেকানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান, টেস্ট ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। তবে ভারতীয় ব্যাটাররা আবারও ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটান। সাই সুদর্শন ১৩৯ বল খেলে মাত্র ১৪ রান করেন, যা দলের সংগ্রামে কোনো প্রভাব ফেলতে পারেনি। জাদেজার ৫৪ রানের ইনিংস ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। সিমন হারমার দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে পূর্ণত ভেঙে দেন।
অবশেষে ৬৩.৫ ওভারে ১৪০ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকার ৪০৮ রানের রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত হয় এবং সিরিজ জিতে নেয় প্রোটিয়াসরা। বহুদিন পর ভারতের মাটিতে এসে পূর্ণ আধিপত্য দেখিয়ে টেস্ট সিরিজ জয়ের গৌরব লাভ করল সফরকারীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
hihihi