আসামে বহুবিবাহ নিষিদ্ধে আনুষ্ঠানিক উদ্যোগ ও আইন প্রণয়ন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিজেপি শাসিত আসামে বহুবিবাহ প্রথা নিষিদ্ধের লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়নের পথে অগ্রসর হয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন ‘বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল ২০২৫’ পেশ করেন মুখ্যমন্ত্রী। স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতি নিয়ে বিলটি উপস্থাপন করা হয়। বিল পেশের সঙ্গে সঙ্গেই বিরোধী বেঞ্চ থেকে আপত্তি ওঠে। কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে আলোচনার পরই কংগ্রেস, সিপিএম ও রাইজর দলের বিধায়করা ওয়াকআউট করেন। তাদের অনুপস্থিতিতেই বিলটি পেশ হয়।
রাজ্যের শাসক দল স্পষ্ট জানিয়েছে, বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তা পাসও করা হবে। এর আগে থেকেই বহুবিবাহ নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি একাধিকবার বলেছেন, রাজ্যে বহুবিবাহ প্রথা অব্যাহত থাকলে ন্যূনতম সাত বছরের কারাদণ্ডের বিধান করা হবে এবং অপরাধীর ধর্মীয় পরিচয় এখানে বিবেচনায় নেওয়া হবে না। বিল পেশের সময়ও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বৈধভাবে তালাক না দিয়ে অন্য নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তার বিরুদ্ধে সাত বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় ন্যায্যতা গ্রহণযোগ্য হবে না।
হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, ধর্মীয় আইন বহুবিবাহের অনুমতি দিলেও রাজ্য সরকার নারীর মর্যাদা রক্ষার স্বার্থে যেকোনো মূল্যে এই প্রথা নিষিদ্ধ করবে। বিজেপি সরকারের অবস্থান হলো, বহুবিবাহ নারীর অধিকার ও সম্মানকে ক্ষুণ্ন করে এবং আধুনিক সামাজিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তাই সমাজে সমতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এই পদক্ষেপ প্রয়োজন। অবশেষে ডাবল ইঞ্জিন সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভায় বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল পেশ করে আইনপ্রণয়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।