চার অভারে তিন উইকেট গায়েব; বাংলাদশের সামনে রানের পাহাড়
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র চার ওভারেই তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ বোলাররা শুরুতে আয়ারল্যান্ডের ওপেনারদের চাপে ফেললেও মাঝ ও শেষ দিকে বোলিং ছন্দ ধরে রাখতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৮১ রান। দলের পক্ষে হ্যারি টেক্টর ৪৫ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন। পাশাপাশি টিম টেক্টর ১৯ বলে ৩২ এবং পল স্টারলিং ১৮ বলে ২১ রান যোগ করেন। শেষদিকে কার্টিস ক্যাম্ফার ২৪ আর জর্জ ডকরেল ১২ রানের ক্যামিও খেলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন তানজিম হাসান সাকিব। শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
১৮২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই তানজিদ হাসানকে ফেরান হাম্প্রিজ। দ্বিতীয় ওভারে লিটন দাস মাত্র ১ রানে আউট হলে চাপ আরও বাড়ে। এরপর তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনও দ্রুত ফিরে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চতুর্থ ওভার শেষে দলের সংগ্রহ মাত্র ৮ রান, উইকেট তিনটি। সাইফ হাসান ও তৌহিদ হৃদয় ক্রিজে থাকলেও রান রেটের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশের জয় সম্ভাবনা নেমে আসে প্রায় ১৪ শতাংশে।
ম্যাচের প্রথম পর্যায়েই টপ অর্ডারের এই ব্যর্থতা বাংলাদেশকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত মধ্য ও নিচের সারির ব্যাটাররা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন কি না, তা নিয়েই এখন দর্শকদের অপেক্ষা। ম্যাচের বাকি অংশে বাংলাদেশ কতটা প্রতিরোধ গড়তে পারে, এটাই এখন বড় প্রশ্ন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।