দেবিদ্বারে মাদকসহ গ্রেফতার কর্মী, ছাড়াতে গেলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে!
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুমিল্লার দেবিদ্বার কালিকাপুর এলাকায় মাদকসহ গ্রেফতার হয়েছেন মো. বাবুল মিয়া নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশ তাকে আটক করে। বাবুল মিয়া ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা। এর আগেও তার বিরুদ্ধে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।
সরেজমিনে দেখা যায়, বাবুল মিয়াকে আটকের পর তাকে ছাড়াতে থানায় যান কুমিল্লা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে রিজবিউল আহসান মুন্সী।
স্থানীয়রা জানান, বাবুল মিয়া মঞ্জুরুল আহসান মুন্সির বেশ ঘনিষ্ঠ। তাকে বিভিন্ন সময় তার ছেলে রিজবিউল আহসান মুন্সীর সঙ্গেও দেখা গেছে। ঘনিষ্ঠ হওয়ায় তাকে ছাড়ানোর জন্য ইতোমধ্যে থানায় তদবির করেছেন বলে জানা গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।