ঈদযাত্রায় বাস টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ঈদযাত্রায় বাস টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার বেশ কিছু পরিবহন কোম্পানি পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীরা তাদের পছন্দমতো প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।  

এবারের ঈদে টিকিটের পাশাপাশি ভাড়া নিয়েও কঠোর নজরদারির কথা জানান রাকেশ। তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে সব বাস মালিককে সতর্ক করা হয়েছে।  

নিরাপদ ও সুন্দর যাত্রা নিশ্চিত করতে এবারও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঢাকার বাইরের দিকের রুটগুলোতে যানজট এড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন রাকেশ। এছাড়া, বাস টার্মিনালগুলোতে অ্যাসোসিয়েশনের মনিটরিং টিম মোতায়েন করা হবে। নাইট কোচের নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিও রেকর্ডিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

উল্লেখ্য, এবার ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত মোট ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করার সুযোগ থাকবে।


সম্পর্কিত নিউজ