অবশেষে বিপিএলে দল পেলেন মুশফিক ও মাহমুদ উল্লাহ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের খেলোয়াড় নিলামে অবশেষে দল পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ এবং মমিনুল হক। প্রথম দফায় তিনজনকেই নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরে ন্যূনতম দেশি খেলোয়াড়ের কোটা পূরণের লক্ষ্যে পুনরায় নিলাম ডাকার সময় তাদের দলে ভেড়ায় সংশ্লিষ্ট দলগুলো। বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে কমপক্ষে ১৪ এবং সর্বোচ্চ ১৬ জন দেশি খেলোয়াড় নিতে হয়। সে বিবেচনায় দ্বিতীয়বার নাম তোলার পরই সুযোগ পান তিন ক্রিকেটার।
অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই ভিত্তিমূল্যে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বাঁহাতি ব্যাটার মমিনুল হককে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটানস। নিলামের শেষ পর্যায়ে ১৫তম দেশি খেলোয়াড় হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ রুবেল।
প্রথম সারির তিন ক্রিকেটারের প্রতি প্রথমদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনাগ্রহ ক্রিকেটবিশ্লেষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছিল। তবে দলীয় কোটা নিশ্চিত করতে পুনঃনিলামে তাদের অন্তর্ভুক্তি একদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলগত সিদ্ধান্ত, অন্যদিকে খেলোয়াড়দের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।