চার নওমুসলিম বন্ধুকে সেলুন করে দিলো আস সুন্নাহ ফাউন্ডেশন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া বাজারে নওমুসলিম চার বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সেলুন বর্তমানে এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইয়াকুব, ইউসুফ, ইবরাহিম ও ইসমাইল, এই চার যুবক ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিন বছর আগে ধর্ম পরিবর্তন করেন। তবে ইসলাম গ্রহণের পরপরই তাদের জীবন হয়ে ওঠে সংগ্রামমুখর। পরিবার ও সমাজচ্যুত হওয়ার পাশাপাশি আর্থিক সংকটও তাঁদের কঠিন বাস্তবতায় ফেলে দেয়। জীবিকার অনিশ্চয়তা তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এ অবস্থায় পূর্বের পেশাগত অভিজ্ঞতা তাদের নতুন আশার দিক দেখায়। ক্ষৌরকার হিসেবে সাত থেকে আট বছরের অভিজ্ঞতাকে ভিত্তি করে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ফাউন্ডেশন তাদের প্রত্যেককে ৮০ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকার উদ্যোক্তা সহায়তা প্রদান করে। এই অর্থ বিনিয়োগ করে তারা পুরুড়া বাজারে একটি আধুনিক সেলুন প্রতিষ্ঠা করেন।
ধর্মীয় মূল্যবোধের কারণে তারা দাড়ি শেভ না করলেও সেবা গ্রহণকারী ক্রেতাদের অভাব হয় না। প্রতিদিন প্রত্যেকে গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করেন। সপ্তাহের কিছু দিনে একজনের আয় হাজার টাকাও ছাড়িয়ে যায়। নিয়মিত আয় তাদের জীবনধারণে ইতিবাচক পরিবর্তন এনেছে। ব্যবসার সাফল্যের ধারায় তারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠছেন।
বর্তমানে চার বন্ধু স্থিতিশীল জীবনে ফিরতে পেরেছেন। সেলুন থেকে অর্জিত আয়ের সুবাদে তারা ভবিষ্যৎ পরিকল্পনায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবনে স্থিতি আনতে চারজনই এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নতুন জীবনে অগ্রসর হওয়ার এই প্রস্তুতি তাদের দীর্ঘ সংগ্রামের পর সাফল্যের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আনলে ব্যাপক সাড়া সৃষ্টি হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।