জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে নাঃ এ টি এম আজহার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে দুর্নীতির কোনো স্থান থাকবে না। তার দাবি, বাংলাদেশ স্বভাবতই দরিদ্র দেশ নয়; বরং দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনের ফলে দেশকে কৃত্রিমভাবে দুর্নীতিগ্রস্ত ও দরিদ্র করে রাখা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে তিনি এসব বক্তব্য দেন।
এ টি এম আজহার বলেন, যেসব রাজনৈতিক শক্তি নিজেদের ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ হিসেবে পরিচয় দিয়েছে, তাদের বড় অংশই আজ দেশত্যাগ করেছে। তার মতে, প্রকৃত দেশপ্রেমিকরা কখনো দেশ থেকে পালিয়ে যায় না। তিনি আরও বলেন, সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে জীবদ্দশায় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি।
তিনি আরও দাবি করেন, ১৯৪৭-এর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ শুধু ভৌগোলিক স্বাধীনতা পেলেও প্রকৃত অর্থে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি তথাকথিত দেশপ্রেমিক শক্তিগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ তোলেন।
নারী অধিকার ইস্যুতে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখার গুজব ভিত্তিহীন। তার ভাষ্য, দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন এবং দলীয় নীতিতে নারীদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।
সমাবেশে তিনি ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় তুলে ধরেন। ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।