বিচ্ছেদের এক মাস পর পুনরায় বিয়ে করলেন আবু ত্বহা-সাবিকুন নাহার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর দাম্পত্য বিচ্ছেদের পর মাত্র এক মাসের ব্যবধানেই এই দম্পতি আবারও একসঙ্গে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন নাহার। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি লেখেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চেয়ে পরকালের সফলতাই অধিক গুরুত্বপূর্ণ, তাই সাবেক স্বামীর সঙ্গে পুনর্মিলনই তার কাছে শ্রেয় হয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিচ্ছেদের পর সন্তানদের মানসিক অবস্থা তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবিকুন নাহারের বক্তব্য অনুযায়ী, তাদের কন্যাশিশু আয়িশা বারবার বাবাকে খুঁজে পায় এবং পুত্র উসমানও মায়ের সংস্পর্শ থেকে দূরে থাকায় মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে। সন্তানদের এই টানাপোড়েনই তাদের পুনর্মিলনের বাস্তব চিত্র স্পষ্ট করে। তিনি বলেন, সন্তানের ‘বাবা কই?’ বা ‘আম্মু কোথায়?’-এমন প্রশ্নের ভার পৃথিবীর কোনো পরিমাপকেই বোঝানো সম্ভব নয়।
বিচ্ছেদ প্রসঙ্গে সাবিকুন নাহার জানান, অতীতের ভুল বোঝাবুঝি, আবেগ, রাগ ও পরিস্থিতিগত সীমালঙ্ঘন তাদের দাম্পত্য ভাঙনের কারণ হয়েছিল। তিনি আরও ইঙ্গিত দেন যে মানসিক অস্থিরতার পাশাপাশি বহিরাগত প্রভাবও বিচ্ছেদে ভূমিকা রেখেছিল। তার ব্যাখ্যায় জানা যায় যে, সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ভুল উপলব্ধি করেন এবং পরিণতির বাস্তবতা গ্রহণ করেন।
সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই তাদের ভাগ্য নির্ধারিত ছিল এবং তাকদিরের এই পরিণতির কাছে তারা অসহায় ছিলেন। তিনি আবু ত্বহাকে ‘আজন্ম নিজের চাঁদ’ বলে উল্লেখ করে জানান, নেতিবাচক প্রভাব কাটিয়ে তারা পুনরায় সুস্থ সম্পর্কের পথে ফিরে এসেছেন। শেষ পর্যন্ত সন্তানদের স্বার্থ, পারস্পরিক অনুধাবন এবং দাম্পত্য জীবনের পরিপক্বতা তাদেরকে আবারও একত্রিত হওয়ার সিদ্ধান্তে উপনীত করেছে। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে, যা তাদের জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।