কেন বারবার পেছানো হচ্ছে অসুস্থ বেগম জিয়ার লন্ডন যাত্রা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে। কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফলে রোববার (৭ ডিসেম্বর) বেগম জিয়ার লন্ডন যাওয়ার কথা থাকলেও পুরো বিষয়টি এখন এয়ার অ্যাম্বুলেন্সের আগমন এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
লীয় ও হাসপাতাল সূত্র জানিয়েছে, কাতারের আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে, যা শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা। তবে কোনো কারণে বিলম্ব হলে এটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) নাগাদ আসতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অ্যাম্বুলেন্সটি পৌঁছালে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শে রোববার অথবা পরবর্তী সুবিধাজনক সময়ে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তার এন্ডোস্কোপি এবং একটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। এতে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান চিকিৎসকরা।
এছাড়া চিকিৎসকরা জানান, তার চেস্ট বা বুক পরিষ্কার করা হচ্ছে এবং নিউমোনিয়ার কারণে জমে থাকা কফও কমে আসছে। তবে হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা এখনো উদ্বেগজনক পর্যায়ে আছে। একটি সমস্যার উন্নতি হলে অন্যটির অবনতি ঘটার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল বোর্ড দুই দফা বৈঠকে তার সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে বলছেন-১৩ ঘণ্টার বেশি দীর্ঘ আকাশযাত্রা (ঢাকা-লন্ডন) তার জন্য কতটা নিরাপদ হবে, সেটিও বিবেচনাধীন আছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।