ইসরায়েলি কারাগারে ২৭৫ প্যালেস্টাইনি শিশু বন্দী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস (ASRA)। সংস্থাটি বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ইসরায়েলি কারাগারে ১৪ থেকে ১৭ বছর বয়সী মোট ২৭৫ জন ফিলিস্তিনি কিশোর বন্দি রয়েছেন, কেউ বিচারাধীন, কেউ আবার কঠোর সাজাপ্রাপ্ত।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েলের সামরিক আদালতে শিশুদের বিচার হওয়া আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে। অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তারই হয় পর্যাপ্ত কারণ দেখানো ছাড়াই এবং দাখিল হয় না ন্যূনতম আইনি নিশ্চয়তা।
ASRA জানায়, অনেক শিশুই বন্দি অবস্থায় নির্যাতন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ, নিদ্রাহীনতা এবং পারিবারিক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার মতো অমানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের অনেকটাই ‘সামরিক দৃষ্টিকোণ থেকে অস্পষ্ট’, যার ফলে শিশু অধিকার সংস্থাগুলো কঠোর সমালোচনা করছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক সংগঠন, ইসরায়েলকে শিশুদের বিরুদ্ধে সামরিক আইন প্রয়োগ বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এইভাবে আটক রাখা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে এবং দীর্ঘমেয়াদে সংঘাতকে আরও জটিল করে তুলবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।