দুই দিনের সফরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের এক বিশেষ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে আসছেন।
ক্রেমলিন এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা।
এই সফরকালে রুশ প্রতিনিধি দল এবং ভারতীয় কর্তৃপক্ষ সামরিক সহযোগিতা, খনিজ তেল, বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব মঞ্চে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যুও আলোচনার এজেন্ডায় থাকবে।
দুই দিনের সফরের কর্মসূচীতে সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাবেন। দুই নেতার মধ্যে প্রথম দিনেই একটি একান্ত অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। আনুষ্ঠানিক অভ্যর্থনার পরই দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে থাকবে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা।
এছাড়া, রুশ প্রেসিডেন্ট 'রাশিয়া–ইন্ডিয়া বিজনেস ফোরাম'-এ অংশ নেবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
এই সফরে দুই দেশের বাণিজ্যিক ও অ-বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরিত হওয়ার প্রস্তুতি চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দিল্লি ও মস্কোর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।