জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের ম্যাচ স্থগিত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অব্যবস্থাপনা, শর্তভঙ্গ এবং সাংবাদিক লাঞ্ছনার মতো গুরুতর অভিযোগের কারণে লাতিন বাংলা সুপার কাপের অধীনে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করার পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই টুর্নামেন্টের তৃতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল।
ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য ৫, ৮ ও ১১ ডিসেম্বর, এই তিন দিনের জন্য এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে কিছু শর্ত সাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে আয়োজকরা ইতোমধ্যে প্রদত্ত দুটি গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছেন।
১. রাজস্ব পরিশোধে ব্যর্থতাঃ টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাবসহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদানের শর্ত লঙ্ঘিত হয়েছে।
২. পরিষ্কার-পরিচ্ছন্নতাঃ খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্ন করার শর্তও লঙ্ঘিত হয়েছে।
এছাড়া, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
চিঠিতে আরও বলা হয়েছে যে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা একজন ক্রীড়া সাংবাদিকের ওপর হামলা চালান। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, "ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।"
এই পরিস্থিতিতে, ১১ ডিসেম্বরের ম্যাচটি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আয়োজকদের ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠিত দুটি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে, টুর্নামেন্টের আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ব্রাজিল ও আর্জেন্টিনার দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাদের আসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।