বিশ্বকাপ প্রস্তুতিতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য মহড়া
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা যাচাই করতে নরওয়ের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিল। ক্লাব ফুটবলে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের মুখোমুখি লড়াইয়ের পর জাতীয় দলেও এই দুই তারকার দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগের শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে নরওয়েকে বিবেচনায় রাখা হয়েছে। কারণ বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নরওয়ে ৫৮ বছর পর মূল পর্বে ফিরেছে। বাছাইয়ে ১৬ গোল করে শীর্ষ গোলদাতার মর্যাদা পান হালান্ড, আর দলটি টানা আট ম্যাচ জিতে ৩২ গোল করে বিশ্বকাপ নিশ্চিত করে।
জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কায়েতানো নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ভিজি-কে জানিয়েছেন, শেষ ওয়ার্মআপ ম্যাচ নিয়ে আলোচনা চলছে এবং শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নামই সবার আগে রয়েছে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলাপ দরকার হলেও নরওয়ের বর্তমান দল বেশ ভারসাম্যপূর্ণ ও কঠিন প্রতিপক্ষ।
নরওয়ের ক্রীড়া বিশ্লেষক আর্নে শেই জানান, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের দৃঢ়তা ও ধারাবাহিকতায় মুগ্ধ হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশেষ করে ইতালির মতো শক্ত দল থাকা গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে ওঠা নরওয়ের বড় অর্জন। উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিহাসে ব্রাজিল কখনোই নরওয়ের বিপক্ষে জয় পায়নি।
এর আগে দুই দলের দেখা হয়েছে চারবার। ১৯৮৮ সালের প্রীতি ম্যাচ ড্র হয় ১-১ গোলে। ১৯৯৭ সালে নরওয়ে জেতে ৪-২ ব্যবধানে, ১৯৯৮ বিশ্বকাপে জয় পায় ২-১ গোলে। সর্বশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচও অমীমাংসিত থাকে ১-১ স্কোরে।
বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। শক্ত সংগঠিত রক্ষণ ও গতিময় আক্রমণের বিরুদ্ধে ভালো ফল করতে পারলে সেলেসাওদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
উল্লেখ্য, ‘সি’ গ্রুপে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৪ জুন, প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে ‘আই’ গ্রুপে নরওয়ের প্রথম ম্যাচ ১৬ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে প্লে-অফ শেষে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।