আইপিএল নিলামে জায়গা পেলেন বাংলাদেশের সাত ক্রিকেটার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এবারের নিলামের জন্য শুরুতে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। এই তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার স্থান পেয়েছেন।
ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, বিসিসিআই ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিলামের সময়সূচি জানিয়ে দিয়েছে। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নিলাম শুরু হবে। মোট ৩৫০ জনের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এখনও ৭৭টি খেলোয়াড় কেনার সুযোগ আছে, যার মধ্যে বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি স্থান।
বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত তালিকায় থাকা সাত ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান। শুরুতে তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন সাকিব আল হাসান।
নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন ৪০ জন ক্রিকেটার। এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গত আসরে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিম। রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। মুস্তাফিজ ছাড়া অন্য ছয়জনের কারও আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই; মুস্তাফিজ ইতোমধ্যে খেলেছেন ৬০টি ম্যাচ।
এদিকে নিলামের আগে নতুন করে আরও ৩৫ জন খেলোয়াড় যুক্ত হয়েছে চূড়ান্ত তালিকায়। তাদের মধ্যে আলোচনায় এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। একটি ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি রুপি, যা আগের নিলামের তুলনায় কম।
বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে-যেখানে ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার ক্যাটাগরি থাকবে। এরপর পর্যায়ক্রমে তোলা হবে আনক্যাপড খেলোয়াড়দের নাম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।