ঘুষ কেলেঙ্কারি: চীনে সাবেক শীর্ষ ব্যাংক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

ঘুষ কেলেঙ্কারি: চীনে সাবেক শীর্ষ ব্যাংক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগে চীনের রাষ্ট্রায়ত্ত একটি বড় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ওই দণ্ড কার্যকর হয় বলে দেশটির সরকারি গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

সিসিটিভির তথ্যমতে, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক মহাব্যবস্থাপক বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের অবৈধ অর্থ গ্রহণ করেন। তদন্তে তার বিরুদ্ধে প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী ঘোষণা করে।

চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সিএইচআইএইচ মূলত মন্দঋণ ব্যবস্থাপনার কাজ করে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে হুয়ারং গ্রুপ বরাবরই নজরদারির মধ্যে রয়েছে। এর আগে ২০২১ সালে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান লাই জিয়াওমিনকেও শত কোটির বেশি ডলার ঘুষ নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

চীনে সাধারণত দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ডের সঙ্গে দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হলেও বাই তিয়ানহুইয়ের ক্ষেত্রে সেই সুযোগ রাখা হয়নি। ২০২৪ সালের মে মাসে তিয়ানজিনের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তীতে আপিল করলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত সেই সাজা বহাল রাখে।

সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম পিপলস কোর্ট রায় পর্যালোচনা শেষে জানায়, বাইয়ের অপরাধের মাত্রা চরম পর্যায়ের এবং এর সামাজিক প্রভাবও মারাত্মক। আদালতের মতে, তার কর্মকাণ্ড রাষ্ট্র ও জনস্বার্থে ব্যাপক ক্ষতি ডেকে এনেছে।
সিসিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার সকালে তিয়ানজিনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ড কার্যকরের আগে নিকটজনদের সঙ্গে শেষবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। তবে কোন পদ্ধতিতে দণ্ড কার্যকর হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ