সোভিয়েত রাষ্ট্র ফিরিয়ে আনা বা ন্যাটো হামলার অভিযোগ অস্বীকার পুতিনের

সোভিয়েত রাষ্ট্র ফিরিয়ে আনা বা ন্যাটো হামলার অভিযোগ অস্বীকার পুতিনের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন-ইউরোপীয় নেতাদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। একই সঙ্গে ন্যাটোভুক্ত কোনো দেশে হামলার প্রস্তুতি নেওয়ার দাবিকেও সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর বলে মন্তব্য করা হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, পুতিনের বিরুদ্ধে সোভিয়েত রাষ্ট্র পুনরুজ্জীবনের অপচেষ্টা কিংবা ন্যাটোতে আক্রমণের পরিকল্পনার যে কথা বলা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

উল্লেখ্য, ২০০৫ সালে পুতিন বলেছিলেন-সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ধাক্কা। ওই পতনের ফলে কোটি রুশ নাগরিক আর্থিক সংকটে পড়েছিলেন এবং দেশটির অস্তিত্বও ঝুঁকির মুখে পড়ে। তবে ক্রেমলিনের দাবি, এই বক্তব্যের অর্থ সোভিয়েত রাষ্ট্র ফেরানো নয়।

পশ্চিমা দেশগুলোর নেতারা অভিযোগ করে আসছেন, ইউক্রেনে সফল হলে রাশিয়া ভবিষ্যতে ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধেও আগ্রাসী হতে পারে। যদিও পুতিন নিজেই একাধিকবার এমন সম্ভাবনা নাকচ করেছেন। তার ভাষ্য, ন্যাটোর সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি এবং সেই জোটে আঘাত হানা রাশিয়ার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ মন্তব্য করেছিলেন, পুতিন ‘পুরনো সোভিয়েত ইউনিয়ন’ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এবং ইউরোপকে ন্যাটো আক্রমণের ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এ বক্তব্যের জবাবে পেসকভ বলেন, পুতিন স্পষ্টভাবে বহুবার জানিয়েছেন-সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনা অসম্ভব এবং তিনি সে পথে হাঁটছেন না।

ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, ন্যাটো দেশগুলোর ওপর হামলার প্রস্তুতির অভিযোগ বাস্তবতা থেকে অনেক দূরে এবং এ ধরনের বক্তব্য অংশীদারদের প্রতি সম্মানজনক নয়।

সূত্র: রয়টার্স

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ