রংপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ছাত্রসমাজের সাবেক সভাপতি আল মামুন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করেছে। গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল মামুন।
বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে রংপুর-১ আসনের প্রার্থী হিসেবে আল মামুনের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি রংপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট এলাকার বাসিন্দা।
দলীয় সূত্র জানায়, চলতি মাসের ২ ডিসেম্বর আল মামুনকে এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক করা হয়। এর আগে তিনি ২০১৯ সালে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি।
আল মামুন বলেন, গত ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন তিনি। সে সময় জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও দলটি সে সিদ্ধান্ত না নেওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেই পদত্যাগ করেন। আন্দোলন চলাকালীন পুরো সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেন। তাঁর মতে, ওই আন্দোলনের একটি বড় অংশ থেকেই এনসিপি গঠিত হওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম।
এ বিষয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ আলী মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তিনি জানান, গণঅভ্যুত্থানে যাঁরা কারাবন্দী ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মূল্যায়নের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান উদ্যোগ নিয়েছিলেন। সে কারণেই ২০২৪ সালের আন্দোলনের পর ছাত্র সমাজের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
রংপুর-১ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১৩৪ জন। এই আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশ শুরু করেছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী।
এ ছাড়া গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর প্রার্থীরাও নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। জাতীয় পার্টি থেকেও এ আসনে লন্ডনপ্রবাসী এক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।