হজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের দৌরাত্ম্য বন্ধ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে যে অসাধু চক্র হাজিদের জিম্মি করে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করত, সেই সিন্ডিকেট কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো চক্র আর কাজ করার সুযোগ পাবে না।
বুধবার সকালে নাটোর শহরের বড়গাছা এলাকায় মডেল মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীল ও স্বচ্ছভাবে তাঁদের কাজ করছেন। এর ফলে গত বছর হাজিদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থের মধ্যে ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। চলতি বছরেও একইভাবে হাজিদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
হজ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের কথা তুলে ধরে আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার হজ যাত্রীরা নিজেরাই হজ এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ করে বাসস্থান নির্ধারণ করবেন। তাঁর ভাষায়, হজকে সরকার ইবাদত ও সেবার অংশ হিসেবেই দেখছে। এ ক্ষেত্রে কেউ দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে, প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সিভিল সার্জন গোলাম মুক্তাদির আরেফিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরে আ ফ ম খালিদ হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরও একটি মডেল মসজিদের উদ্বোধন করেন এবং কান্দিভিটুয়া মাদ্রাসায় কোরআনের হাফেজদের দস্তারবন্দী অনুষ্ঠানে অংশ নেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।