৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত হয়ে ১০ম হলো
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বেতন কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের আলোচনার পর নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে ১১তম গ্রেডের পরিবর্তে এখন থেকে ১০ম গ্রেডে বেতন দেওয়া হবে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার একটি চিঠি থেকে এই তথ্য জানা যায়। একই দিন সংশ্লিষ্ট বিভাগের একজন উপসচিব বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের অষ্টম সভায় এ বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী রিটকারী ৪৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতোমধ্যে গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে আদেশ জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সারা দেশের বাকি ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন কাঠামো একই গ্রেডে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দেয়। এর পরই সচিব কমিটির সভায় বিষয়টি অনুমোদন পায়।
অর্থ বিভাগের সম্মতির পর এখন প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এ বিষয়ে সুপারিশ করেছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে ১১তম গ্রেড অনুযায়ী একজন প্রধান শিক্ষকের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ বেড়ে দাঁড়াত ৩০ হাজার ২৩০ টাকায়। নতুন করে নির্ধারিত ১০ম গ্রেডে তাদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন হবে ৩৮ হাজার ৬৪০ টাকা।
উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১০ম গ্রেড দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। সর্বশেষ গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রে এ রায় বাস্তবায়নের মাধ্যমে বেতন গ্রেড উন্নীত করা হয়। এরপরই সারাদেশের সব প্রধান শিক্ষকের জন্য একই সুবিধা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।
সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এক কোটিরও বেশি। প্রাথমিক পর্যায়ে শিক্ষক পদ অনুমোদিত আছে ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন প্রায় ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন শিক্ষক।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।