বিকেএসপিতে উন্মোচন হলো ৫০ কিংবদন্তি ক্রীড়াবিদের নামফলক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রতিভা তৈরির কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রায় চার দশকের পথচলায় এখান থেকে উঠে এসেছেন অসংখ্য আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, যাঁদের সাফল্যে দেশের খেলাধুলা বারবার সম্মানিত হয়েছে। সেই অবদানের স্বীকৃতি হিসেবে বিকেএসপিতে আজ ‘৫০ কিংবদন্তি ক্রীড়াবিদ’-এর নামফলক উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে এসব কীর্তিমান খেলোয়াড়কে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।
বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, এই কিংবদন্তি ক্রীড়াবিদেরা নিজেদের কৃতিত্বে শুধু বিকেএসপিকেই নয়, পুরো দেশকেও আলোকিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের উত্তরীয় পরিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবল, হকি, আর্চারি, শুটিং, অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের নাম নিয়ে ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকা প্রকাশ করা হয়। বিকেএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক পর্ব শেষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে কিংবদন্তিদের নামসংবলিত ফলক উন্মোচন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, প্রশিক্ষক ও বর্তমান প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় স্থান পাওয়া ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টের প্রতিনিধিত্ব করছেন। ক্রিকেট থেকে রয়েছেন নাঈমুর রহমান, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার, ফারজানা হক, মুমিনুল হক, লিটন দাস ও মারুফা আক্তার।
ফুটবলে সম্মানিত হয়েছেন মাসুদ রানা, হাসান আল মামুন, মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরছালিন।
হকিতে তালিকাভুক্ত হয়েছেন আ ন ম মামুন উর রশীদ, আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন। শুটিং বিভাগে আছেন আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকি।
সাঁতারে সম্মাননা পেয়েছেন কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শীলা। আর্চারিতে রয়েছেন হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আবদুর রহমান আলিফ ও সাগর ইসলাম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।