মোহাম্মদপুরে হত্যাকাণ্ড: গৃহকর্মী ও তাঁর স্বামী রিমান্ডে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয় দিনের রিমান্ড অনুমোদন করেছেন আদালত। একই মামলায় তাঁর স্বামী রাব্বি শিকদারের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ সিদ্ধান্ত দেন। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বার্থে দুজনের বিরুদ্ধেই দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে শুনানি বিবেচনা করে আদালত ভিন্ন মেয়াদের রিমান্ড দেন। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত সোমবার সকালে মোহাম্মদপুরের একটি বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ের (১৫) মৃতদেহ পাওয়া যায়। ওই দিনই লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ধারণা করা হয়-সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যেই ঘটনা ঘটে। মাত্র চার দিন আগে গৃহকর্মীর কাজে যোগ দেন আয়েশা। তিনি সাধারণত মাথা বা মুখ ঢেকে বাড়িতে যাতায়াত করতেন।
ভবনের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়-ঘটনার সকালে আয়েশা বোরকা পরে ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় পর বের হন অন্য পোশাকে, যা ছিল বাসার মেয়েটির স্কুলড্রেস।
পুলিশ জানায়, নলছিটি উপজেলা থেকে বুধবার গৃহকর্মী আয়েশা ও তাঁর স্বামীকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক ধারণা-ঘর থেকে কিছু জিনিস সরিয়ে নেওয়ার সময় গৃহকর্ত্রীর সন্দেহ হলে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং এর পরেই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনার পর পালানোর আগে বাসায় কিছু সময় অবস্থান করেছিলেন বলে পুলিশের দাবি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।