১২তম জাতীয় এসএমই পণ্য মেলায় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানদের ঋণ সুবিধা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১২তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) পণ্য মেলা। এবারের মেলায় মোট ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ঋণ প্রোগ্রাম এবং সুবিধাসমূহ প্রদর্শন করছে।
মেলার অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, ক্ষেত্রভেদে ২ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। ঋণের সুদের হার ধরা হয়েছে ৪ থেকে ১৫ শতাংশ। কিছু প্রতিষ্ঠান তাৎক্ষণিক ঋণসেবা দিচ্ছে, যা ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হয়।
সিটি ব্যাংক
সিটি ব্যাংক মেলায় পাঁচ ধরনের ঋণ প্যাকেজ প্রদর্শন করছে। ক্ষুদ্র ও মাইক্রো ব্যবসায়ীরা জামানত ছাড়া ১.৫ কোটি টাকা পর্যন্ত, আর জামানতসহ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আছে সিটি স্টার্টআপ লোন, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নেওয়া যাবে। বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর, এবং উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ থাকতে হবে ৩০ শতাংশ।
নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে সিটি আলো ঋণ, যেখানে জামানত ছাড়া ১.৫ কোটি টাকা পর্যন্ত, আর পুনঃঅর্থায়ন ঋণ হিসেবে ১ কোটি টাকা পাওয়া যাবে ৫ শতাংশ সুদে। ঋণের জন্য ১-২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ প্রদানের সুবিধা দিচ্ছে। ‘অনন্য’ সেবার মাধ্যমে ২ কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যাবে। ব্যবসায়িক ভবন নির্মাণের জন্য জামানতবিহীন ঋণ ৭৫ লাখ টাকা, জামানতসহ ৫ কোটি টাকা পর্যন্ত। গাড়ি ক্রয়ের জন্য গাড়ির মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।
নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের ‘তারা’ ঋণসেবা রয়েছে, যেখানে ৫ শতাংশ সুদে ১ কোটি টাকা পুনঃঅর্থায়ন ঋণ, এবং জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ১.৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে।
আইডিএলসি ফাইন্যান্স
আইডিএলসি ফাইন্যান্স মেলায় ৮ ধরনের এসএমই ঋণ প্রদর্শন করছে। ৩৫ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ, এবং সর্বাধিক ঋণ সুবিধা ৭ কোটি টাকা পর্যন্ত। নারী উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হচ্ছে।
অন্যান্য প্রতিষ্ঠান
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) তাৎক্ষণিক ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। ইউনাইটেড ফাইন্যান্স স্টার্টআপ উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ দেয়। প্রাইম ব্যাংক ব্যবসায়িক ভবন নির্মাণের জন্য ১০ বছরের মেয়াদি ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিচ্ছে।
ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ঋণ আবেদনকারীদের ট্রেড লাইসেন্স, টিআইএন, হালনাগাদ আয়কর জমার রসিদ, জাতীয় পরিচয়পত্র, ব্যবসার ১-৩ বছরের আর্থিক বিবরণী এবং প্রয়োজন অনুযায়ী জামানত সংক্রান্ত কাগজপত্র দিতে হবে।
মেলাটি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় দেশের ৩৫০-এর বেশি এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।