জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চাকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল সংলগ্ন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জিরো পয়েন্ট সংলগ্ন স্মরণ চত্বরে এসে সমাবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।
এসময় শিক্ষার্থীরা হাদী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ', হাদীর ওপর হামলা কেনো, ইনটেরিম জবাব চাই,সন্ত্রাসীকে আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে' ইত্যাদি স্লোগান দেন।এরপর নির্বাচিত ভিপি ও জিএস সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।