চুয়াডাঙ্গায় হঠাৎ তেঁতে উঠেছে আবহাওয়া, মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় হঠাৎ তেঁতে উঠেছে আবহাওয়া, মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শীতের রেশ কাটতে না কাটতেই চুয়াডাঙ্গায় হঠাৎ করেই পারদ ঊর্ধ্বমুখী। রোজার মাসে এই অপ্রত্যাশিত গরমে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জেলার আবহাওয়া অফিস বলছে, এরই মধ্যে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আসন্ন দিনগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশের সর্বোচ্চ। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৬ শতাংশ।

এই আকস্মিক তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি, আবহাওয়ার এই পরিবর্তনে জেলার হাসপাতালগুলোতে জ্বর, সর্দি ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা বাড়ছে।

রিকশাচালক আসলাম উদ্দিন বলেন, "রাতে এখনও হালকা ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলায় অসহ্য গরম। রোজা রেখে এভাবে কাজ করা খুব কষ্টকর।"

দোকানদার আকাশ জানান, "দিনের বেলা খুব গরম, রাতে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে।"

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের প্রধান পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, "জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। রমজান মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।"


সম্পর্কিত নিউজ