জকসু নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর

জকসু নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিলের ক্রম-১৩ অনুযায়ী ১৩ ও ১৪ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী আচরণবিধির ধা রা ১৫ (৩) ও (চ) অনুযায়ী কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে তাকে সশরীরে উপস্থিত হয়ে স্বহস্তে স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে হবে। এসময় অন্য কোনো প্রার্থী, ব্যক্তি, গোষ্ঠী বা ছাত্র সংগঠনের কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি বা প্রভাব বিস্তার করতে পারবে না।

‎এর আগে ১৭ ও ১৮ নভেম্বর ৩৪ পদের বিপরীতে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচন কমিশন।

‎৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপটেস্ট সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।‎১৩ ও ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ ডিসেম্বর প্রত্যাহারকৃত তালিকা প্রকাশ, ১৪ থেকে ২৭ ডিসেম্বর প্রচারণা, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোটগণনা এবং ৩০ বা ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ