রাবিতে শেরপুর জেলা সমিতির দায়িত্বে সাব্বির-কানন

রাবিতে শেরপুর জেলা সমিতির দায়িত্বে সাব্বির-কানন
  • Author, রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত শেরপুর জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো. কানন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহীর জিং জিয়াং রেস্টুরেন্টে আয়োজিত 'নবীন বরণ, বিদায় সংবর্ধনা–২০২৫' অনুষ্ঠানে সমিতির অ্যালামনাসদের সম্মতিক্রমে আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান (সানি), যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাগর তালুকদার এবং অর্থবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি (সিএসবি) মোহাম্মদ খোরশেদ আলম, রাজশাহী কলেজের অধ্যাপক কে. এম. মাহফুজুর রহমান এবং অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ