জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ২১ ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে ১জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।
আগামী,২১ ডিসেম্বর সি-ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ্, আইন অনুষদ ,এবং তুলনামূলক সাহিত্যে ও সংস্কৃতি ইনিস্টিটিউট ) ৬ শিফটে পরীক্ষার মাধ্যমে শুরু হবে । প্রথম ৩ শিফটে ছাত্রী এবং পরের ৩ শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ ডিসেম্বর বি-ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ ) ও ই-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রথম ৩ শিফটে বি-ইউনিটে প্রথম দুই শিফটে ছাত্রী ও পরের শিফটে ছাত্রদের পরিক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে ।
এবং একই দিনে ই-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ)পরীক্ষা ৪র্থ শিফটে ছাত্রী ৫ম শিফটে ছাত্রদের অনুষ্ঠিত হবে।
২৩ ডিসেম্বর সি১-কলা ও মানবিকী অনুষদ্ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) ১ম শিফটে ছাত্র ও ছাত্রী উভয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
২৩ ডিসেম্বরেই ডি-ইউনিটে (জীব বিজ্ঞান অনুষদ) ২য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
২৪ ডিসেম্বর ডি-ইউনিটে (জীব বিজ্ঞান অনুষদ) ১ম শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
২৮ ডিসেম্বরে ,ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ,আইবিএ-জেইউ এর ১ম শিফটে ছাত্র-ছাত্রী উভয়েরই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং
এ-ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২য় শিফট থেকে ৪র্থ পর্যন্ত ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ ডিসেম্বর এ-ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ১ম শিফট থেকে ৪র্থ পর্যন্ত ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
এছাড়াও,৩০,৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে MCQ পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সকাল ১০টা থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে ।
এবং, ৩০ ডিসেম্বর চারুকলা বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
সি১ (কলা ও মানবিকী অনুষদ)-এর অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থীর দু'টি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে।
উল্লেখ্য, এবছর সাতটি ইউনিটে ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।