মেরে ফেলতে পারে, এই ভয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন

মেরে ফেলতে পারে, এই ভয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মৃত্যুর ভয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। উত্তর প্রদেশেরই আরেকটি এলাকা মেরুতে সম্প্রতি ঘটে যাওয়া হত্যার ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মেরুতে এক ব্যক্তিতে হত্যার অভিযোগ ওঠেছে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে হত্যার পর ওই ব্যক্তিকে খণ্ড খণ্ড করে সিমেন্ট নিয়ে সিল করা একটি ড্রামে ভরে রাখা হয়। এ ছাড়া আরেকটি এলাকায় গুণ্ডা ভাড়া করে স্বামীকে হত্যা করেন স্ত্রী ও তাঁর প্রেমিক। 

এই ভয়েই এবার উত্তর প্রদেশের সান্ট কাবির নগরের কাতার জট গ্রামের বাবলু তাঁর স্ত্রীকে বিয়ে দিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে। ওই নারীকে ২০১৭ সালে বিয়ে করেন তিনি। রয়েছে দুটো সন্তান। শ্রমিক হিসেবে অন্য এলাকায় কাজ করেন বাবলু। একদিন জানতে পারেন বিকাশ নামের এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর সম্পর্ক হয়েছে।  

এই তথ্য নিশ্চিত করতে গ্রামে ফিরে আসেন বাবলু। নিশ্চিত হওয়ার পর গ্রামবাসীকে জানান তিনি। পরে সবাইকে জানিয়ে বিয়ে দিয়ে দেন ওই প্রেমিকের সঙ্গে। এরপর দুই সন্তাকে নিজেই লালনপালনের দায়িত্ব নেন
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ