ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা

ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঈদ মানেই উৎসব, ঈদ মানেই বিনোদন। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চলচ্চিত্রমালার আয়োজন করেছে। দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় ও নতুন সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। চলুন জেনে নেওয়া যাক, ঈদের কোন দিন কোন চ্যানেলে কোন সিনেমা সম্প্রচারিত হবে।

দীপ্ত টিভি

দীপ্ত টিভিতে এবারের ঈদে থাকছে একগুচ্ছ বাংলা সিনেমা, যার মধ্যে তিনটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

  • ঈদের দিন: সকাল ৯টায় ‘মেঘনা কন্যা’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার), দুপুর ১টায় ‘শিকারী’ (শাকিব-শ্রাবন্তী)।

  • ঈদের দ্বিতীয় দিন: সকাল ৯টায় ‘ওমর’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার), দুপুর ১টায় ‘তুফান’ (শাকিব-মিমি)।

  • ঈদের তৃতীয় দিন: সকাল ৯টায় ‘তালাশ’, দুপুর ১টায় ‘নোলক’।

  • ঈদের চতুর্থ দিন: সকাল ৯টায় ‘অন্তর্জাল’, দুপুর ১টায় ‘নবাব’।

  • ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় ‘প্রহেলিকা’, দুপুর ১টায় ‘বীর’।

  • ঈদের ষষ্ঠ দিন: সকাল ৯টায় ‘মুখোশ’, দুপুর ১টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’।

  • ঈদের সপ্তম দিন: দুপুর ১টায় ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

চ্যানেল আই

চ্যানেল আই-তেও থাকছে একাধিক ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ জনপ্রিয় সিনেমার প্রদর্শনী।

  • ঈদের দিন: ‘কিল হিম’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার, অনন্ত-বর্ষা)।

  • ঈদের দ্বিতীয় দিন: ‘দরদ’ (শাকিব-সোনাল চৌহান)।

  • ঈদের তৃতীয় দিন: ‘আগন্তুক’ (টিভি প্রিমিয়ার, পূজা চেরী)।

  • ঈদের চতুর্থ দিন: ‘গ্রিন কার্ড’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার, কাজী মারুফ)।

  • ঈদের পঞ্চম দিন: ‘ডেডবডি’ (ওমর সানী, মিশা সওদাগর)।

  • ঈদের ষষ্ঠ দিন: ‘মাকড়সার জাল’ (হিমাদ্রী হিমু)।

  • ঈদের সপ্তম দিন: ‘মেকআপ’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার, তারিক আনাম খান, রোশান)।

নাগরিক টেলিভিশন

নাগরিক টেলিভিশনেও ঈদ উপলক্ষে প্রচারিত হবে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিনেমা।

  • ঈদের দিন: দুপুর ২টায় ‘শান’ (সিয়াম-পূজা), বিকেল ৫টায় ‘টপ হিরো’।

  • ঈদের দ্বিতীয় দিন: সকাল ১১টায় ‘স্বামীর সংসার’, দুপুর ২টায় ‘প্রেমী ও প্রেমী’।

  • ঈদের তৃতীয় দিন: দুপুর ২টায় ‘আমাদের ছোট সাহেব’, বিকেল ৫টায় ‘অনেক সাধের ময়না’।

  • ঈদের চতুর্থ দিন: শাকিব খানের পাঁচটি সিনেমা—‘নষ্ট ছাত্র’, ‘সাহেব নামের গোলাম’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘রাজা ৪২০’, ‘যদি বউ সাজোগো’।

  • ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় ‘ওরা দালাল’, সকাল ১১টায় ‘স্বপ্নের বাসর’, দুপুর ২টায় ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, বিকেল ৫টায় ‘ভালোবাসা এক্সপ্রেস’, রাত ১১:৩০টায় ‘স্বপ্নের নায়ক’।

  • ঈদের ষষ্ঠ দিন: সকাল ৯টায় ‘স্বপ্নের ঠিকানা’, সকাল ১১টায় ‘ফুল নেব না অশ্রু নেব’, দুপুর ২টায় ‘বলবো কথা বাসর ঘরে’, বিকেল ৫টায় ‘পোড়ামন’, রাত ১১:৩০টায় ‘তান্ডব লীলা’।

  • ঈদের সপ্তম দিন: সকাল ৯টায় ‘বর্তমান’, সকাল ১১টায় ‘মাস্তানের ওপর মাস্তান’, দুপুর ২টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’, বিকেল ৫টায় ‘পাষান’, রাত ১১:৩০টায় ‘সাত খুন মাফ’।

এবারের ঈদ বিনোদনে ভরপুর থাকছে টিভি পর্দায়। প্রিয় তারকাদের সিনেমা উপভোগ করতে চোখ রাখুন নির্ধারিত সময়ে আপনার পছন্দের চ্যানেলে।


সম্পর্কিত নিউজ