পাকিস্তান যোগ দিচ্ছে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তান প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকাল শুক্রবার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী এই ঘোষণা করেন।
শাফাত আলী জানান, চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠানো হবে। এই পদক্ষেপকে তিনি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "এই প্রশিক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে পিএইচডি ডিগ্রি সহকারে অভিজ্ঞ পাইলট, শারীরিকভাবে সবল এবং অন্যান্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্বাচিত হবেন।"
শাফাত আলী আরও জানান, প্রাথমিকভাবে চীন তাদের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচিটি শুধুমাত্র নিজস্ব নাগরিকদের জন্য সংরক্ষিত রেখেছিল। তবে সম্প্রতি এই সুযোগটি পাকিস্তানের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বৃহত্তর বন্ধন এবং বন্ধুত্বের পরিচায়ক।
এই ঘোষণার মাধ্যমে পাকিস্তান নিজেকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার সদস্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। চীনের সঙ্গে এই যৌথ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করবে দুই দেশের বিদ্যমান রণাঙ্গন ও অর্থনৈতিক সহযোগিতায়।