পেস বোলিং কোচ নিয়ে আলোচনায় ডোনাল্ড ও গিবসন

পেস বোলিং কোচ নিয়ে আলোচনায় ডোনাল্ড ও গিবসন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাজে সন্তুষ্ট নয়। এ কারণে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ নতুন কোচের সন্ধানে কাজ শুরু করেছে। তবে নতুন কাউকে না নিয়ে, আগের দুই জন পরীক্ষিত কোচ—অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসনের ফেরতের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বিসিবির সূত্র থেকে জানা গেছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। বিসিবির চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি দলের দায়িত্ব ছেড়ে দেন। তবে বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বাংলাদেশি পেসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি।

অন্যদিকে, ওটিস গিবসনও বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে কাজ করেছেন এবং তাঁর কোচিংয়ের প্রশংসা এখনো শোনা যায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের মুখে। তাই বিসিবি আগের দুই পরীক্ষিত কোচের একজনকে ফিরিয়ে আনার প্রতি ঝুঁকে পড়েছে।

গতকাল বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, “ডোনাল্ড এবং গিবসন দুজনেই বাংলাদেশে ভালো কাজ করে গেছেন। তাঁরা কোচ হিসেবেও খুব দক্ষ। তবে আগের বোর্ডের কিছু সিদ্ধান্ত তাঁদের পছন্দ ছিল না। এখন আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছি। একজনকে ফেরাতে পারলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে।”

বাংলাদেশি পেসাররা ডোনাল্ড এবং গিবসনের কোচিংয়ের প্রশংসা করে থাকেন। তাই বিসিবি আশা করছে, আগের সফলতার পথে ফিরে আসার জন্য এই দুই পরীক্ষিত কোচের একজনকে দলে ফিরিয়ে আনা যায়। এর মাধ্যমে জাতীয় দলের পেস বোলিং বিভাগের কার্যকারিতা আবার বাড়ানো সম্ভব হবে বলে বিশ্বাস করা হচ্ছে।

এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে উভয় কোচের সঙ্গে আলোচনা চলছে এবং বোর্ড আশা করছে শীঘ্রই একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।


সম্পর্কিত নিউজ