বিয়েতে জুতা চুরি, ৫০ হাজার টাকা দাবি-না পেয়ে পাত্রকে পেটাল পাত্রীপক্ষ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের উত্তর প্রদেশের বিজনৌরে সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা বিয়ের আনন্দ নষ্ট করে দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে পাত্রীপক্ষ পাত্রের জুতা ‘চুরি’ করে তা ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার ভারতীয় রুপি দাবি করে। পাত্র এই দাবি মেনে না চলায় তাকে ও বরযাত্রীদের পেটায় পাত্রীপক্ষ। সোমবার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকায় এই ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।
উত্তরাখণ্ডের চক্রতার বাসিন্দা মোহাম্মদ সাবিরের সঙ্গে উত্তর প্রদেশের বিজনৌরের এক মেয়ের বিয়ে ঠিক হয়। শনিবার অল্পসংখ্যক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান সাবির। অনুষ্ঠানের সময় কনের বউদি সাবিরের জুতা ‘চুরি’ করেন এবং তা ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার রুপি দাবি করেন। এই অস্বাভাবিক দাবি মেনে চলার জন্য সাবির রাজি হননি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, পাঁচ হাজার রুপির বেশি তিনি দেবেন না।
পাঁচ হাজার রুপি দাবি না পূরণ হওয়ায় পাত্রীপক্ষ অসন্তুষ্ট হয়ে পড়ে। কনের বউদি সাবিরকে ‘ভিখারি’ বলে ডাকেন এবং এর ফলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সাবিরের পরিবারের অভিযোগ, পাত্রীপক্ষ তাদের একটি ঘরে আটকে রাখে এবং লাঠিপেটাও করে। বরকেও মারধর করা হয়।
অন্যদিকে কনের পরিবার দাবি করেছেন, সাবিরের পরিবার কনের গায়ে থাকা সোনার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এটিই ঝামেলার মূল কারণ। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
বিষয়টি নিয়ে উভয় পক্ষই পুলিশের দ্বারস্থ হয়। বিজনৌরের নাজিবাবাদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়।
নাজিবাবাদ থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “বিয়ের আনুষ্ঠানিকতায় জুতা চুরির রীতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। দুই পক্ষই অভিযোগ জানাতে থানায় এসেছিল। এখন পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়েছে।”
এই ঘটনা বিয়ের আনন্দকে নষ্ট করে দিয়েছে এবং পাত্র-পাত্রীর পরিবারের মধ্যে আস্থার পরিবর্তে অসন্তোষ ছড়িয়ে দিয়েছে।