গাজীপুরে বাটা শোরুমে লুটপাট-ভাঙচুর, গ্রেফতার ৪

গাজীপুরে বাটা শোরুমে লুটপাট-ভাঙচুর, গ্রেফতার ৪
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, নাশকতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাছা থানার ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম। তিনি বলেন, সোমবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। এই মিছিলের আড়ালে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলার শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম হলো– সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন এবং জয়নাল আবেদীন। এ বিষয়ে গাছা থানায় মামলা করা হয়েছে।

পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম জানান, “এ ছাড়াও এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং মদদদাতাদের শনাক্তকরণ ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিক্ষোভ মিছিলের সুযোগ নিয়ে এই দুর্বৃত্তদের দুষ্কৃত্য শুরু হওয়ার পর থানা পুলিশ ও সেনাবাহিনী সহযোগে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় তথ্য সংগ্রহের মাধ্যমে এই ঘটনার সব জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ চলছে।

এদিকে গাজীপুরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকায় পুলিশ ও সেনাবাহিনী মিছিলের নিরাপত্তা বিধানের পাশাপাশি ভাঙচুরের মতো ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য তৎপর রয়েছে।


সম্পর্কিত নিউজ