ওয়াক্ফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ওয়াক্ফ আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে কলকাতার রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল জুমার নামাজের পর ধর্মতলা ও জাকারিয়া স্ট্রিটের বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ান।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, পরে মোদি ও শাহের প্রতীকী পুতুল আগুনে ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রাখে।
এরপর একটি প্রতিনিধি দল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, ওয়াক্ফ আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং রাজ্যপাল যেন বিষয়টি কেন্দ্রের নজরে আনেন।
মুসলিম নেতারা এই আইনকে "মুসলিমবিরোধী" আখ্যা দিয়ে বলেন, "এই আইনে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও দরগাহর মালিকানা হুমকির মুখে। ওয়াক্ফ সম্পত্তি সর্বদা মুসলিম সম্প্রদায়ের অধিকারে ছিল, আছে এবং থাকবে।"
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ, "এই সরকার মুসলিমদের লক্ষ্য করে বিভেদমূলক নীতি চালাচ্ছে। ওয়াক্ফ আইনের কোনো প্রয়োজন ছিল না, এটি শুধু সম্প্রদায়িক বিভাজন বাড়াবে।"
প্রতিবাদের জেরে শহরে উত্তেজনা বিরাজ করছে, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালাচ্ছে।