আইপিএলে সুদর্শনের কীর্তি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গুজরাট টাইটান্সের উদ্বোধনী ব্যাটসম্যান সাই সুদর্শন আইপিএলের রেকর্ড বইতে নিজের নাম লেখালেন অনন্য এক অধ্যায়ে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে তিনি এখন আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক (ন্যূনতম ৫০০ রান)।
পরিসংখ্যানে সাই সুদর্শনের শ্রেষ্ঠত্ব
- বর্তমান গড়: ৫০.৩০ (১৫১ ম্যাচে ৫০০+ রানকারী ব্যাটারদের মধ্যে একমাত্র ৫০+ গড়)
- ১০০০+ রানকারীদের মধ্যে শীর্ষে (২য় স্থানে কেএল রাহুল ৪৬.৩৬)
- গুজরাটের ওপেনিং জুটিতে শুভমান গিল-সুদ্শনের জুটি ৭২ গড়ে আইপিএলের সেরা (ন্যূনতম ৫০০ রান)
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সুদর্শনের এই সাফল্য কেবল সংখ্যাগত শ্রেষ্ঠত্ব নয়, বরং ধারাবাহিকতার অনন্য উদাহরণ। তার ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটের শৃঙ্খলা ও টি২০-এর আগ্রাসনের সমন্বয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
গুজরাট টাইটান্সের কোচ অ্যাশিস নেহরা মন্তব্য করেন, "সাইয়ের টেকনিক ও মেন্টাল স্ট্রেঙথ তাকে আলাদা করে। প্রতিটি ইনিংসে তিনি দলকে সলিড স্টার্ট দেন।"
এই রেকর্ডের বিশেষত্ব হলো, আইপিএলের ১৮ বছরে টেন্ডুলকার, কোহলি বা ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরাও এই গড় ধরে রাখতে পারেননি। সাই সুদর্শন প্রমাণ করলেন, ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমেই রেকর্ড গড়া সম্ভব।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মৌসুমের বাকি ম্যাচে এই গড় ধরে রাখাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। তবে সুদর্শনের সাম্প্রতিক ফর্ম দেখে অনুমান, তিনি এই ধারা বজায় রাখতে সক্ষম হবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।