রেফারির লাল কার্ড সিদ্ধান্ত সমর্থন করলেন রিয়াল মাদ্রিদ কোচ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত লাল কার্ড সিদ্ধান্তে রেফারিকে সমর্থন করেছেন। আলাভেসের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে ফরাসি স্ট্রাইকারের আচরণকে "পরিষ্কার লাল কার্ডের যোগ্য" বলে মন্তব্য করেন তিনি।
গত রোববারের ম্যাচে ৩৪তম মিনিটে রিয়াল এগিয়ে থাকা অবস্থায় এমবাপ্পে প্রতিপক্ষের আন্তোনিও ব্লাঙ্কোর উপর কঠিন ফাউল করেন। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউয়ের পর রেফারি হোসে ম্যারিয়া সানচেজ মার্তিনেজ সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান। ১০ জন নিয়ে খেলেও রিয়াল ১-০ গোলে জয় ধরে রাখে।
প্রধান কোচ কার্লো আনচেলত্তির অনুপস্থিতিতে দায়িত্বে থাকা তার পুত্র দাভিদে সংবাদ সম্মেলনে বলেন, "এটি স্পষ্ট লাল কার্ডের ঘটনা ছিল। কিলিয়ান সাধারণত উগ্র খেলোয়াড় নন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ক্ষমা চেয়েছেন।"
তবে কোচ এমবাপ্পের প্রতি প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্রমাগত উত্ত্যক্ত করার কথাও উল্লেখ করেন: "তাকে বারবার প্ররোচিত করা হচ্ছিল, যা তার প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। যদিও এটি তার আচরণকে ন্যায্যতা দেয় না।"
এই ঘটনায় এমবাপ্পে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।