এবার কিউবা মিচেলকে পেল বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে রাজি হয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া, বাংলাদেশি বংশোদ্ভুত প্রতিভাবান ফুটবলার কিউবা মিচেল। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ফরোয়ার্ড এখন লাল-সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে মুখিয়ে আছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন, কিউবা মিচেল ইতিমধ্যেই দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ফলে ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেই অভিষেক হতে পারে কিউবার।
কিউবার মা বাংলাদেশের, বাবা জ্যামাইকান। জন্মসূত্রে ইংলিশ হলেও তিনি এখনও কোনো দেশের জাতীয় দলে খেলেননি—তাই সহজেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন।
এদিকে কানাডা প্রবাসী সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তিনি এখন বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় আছেন।
হামজা চৌধুরীর পর একে একে আরও প্রবাসী তারকারা লাল-সবুজে যোগ দিতে এগিয়ে আসায় দেশের ফুটবলে নতুন এক জাগরণ শুরু হয়েছে।