সরাইলে ১৮ ঘণ্টা বিদ্যুৎহীনতা: পুরনো ট্রান্সফরমার নিয়ে স্থানীয়দের ক্ষোভ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের পাঁচটি গ্রাম গতকাল ১৮ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। স্থানীয় সরকারি কলেজসংলগ্ন ৩০ বছর পুরনো ট্রান্সফরমার বিকল হওয়ায় কলেজ এলাকা, নাথপাড়া, দত্তপাড়া, সূত্রধরপাড়া ও ঘোষপাড়ার বাসিন্দাদের এই দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বজ্রপাতের কারণে ট্রান্সফরমারটি বিকল হয় এবং রাত সাড়ে ১১টায় সার্ভিস পুনর্বহাল করা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্রমবর্ধমান বিদ্যুৎচাহিদা মেটাতে এই পুরনো ট্রান্সফরমারটি অক্ষম। নাথপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষক আ ফ ম দেলোয়ার পাভেল বলেন, "সামান্য বৃষ্টিতেই ট্রান্সফরমার বিকল হয়। মেরামত করতে দুই-তিন দিন লেগে যায়। কখনো কখনো আমাদের চাঁদা তুলে মেরামতের ব্যবস্থা করতে হয়।"
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, "নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। এই এলাকার জন্য অতিরিক্ত একটি ট্রান্সফরমার স্থাপনের পরিকল্পনা রয়েছে।" তবে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবহেলার কারণে তারা নিয়মিত এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
গত কয়েক মাসে এটিই প্রথম নয়, বরং এই এলাকায় ট্রান্সফরমার সংক্রান্ত সমস্যা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়রা দাবি করেন, বিদ্যুৎ বিভাগের দুর্বল নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে তারা প্রতিনিয়ত এমন সমস্যার শিকার হচ্ছেন।