বাবরকে পেছনে ফেলে,আইপিএলে কোহলির নতুন রেকর্ড

বাবরকে পেছনে ফেলে,আইপিএলে কোহলির নতুন রেকর্ড
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বেঙ্গালুরু রোয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টিতে সর্বাধিক 'অপেনিং ফিফটি'র রেকর্ড নিজের নামে করলেন।

এই ম্যাচে কোহলি টি-টোয়েন্টিতে ওপেনিং করে ৬২তম ফিফটি করেন, যা পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের (৬১) previous রেকর্ড ছাড়িয়ে গেছে। টি-টোয়েন্টি ইতিহাসে ওপেনিং ফিফটির তালিকায় কোহলি ও বাবরের পরেই রয়েছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫) এবং জস বাটলার (৫২)।

সর্বকালের টি-টোয়েন্টি ফিফটি তালিকায় ওয়ার্নার ১১৭টি ফিফটি নিয়ে শীর্ষে থাকলেও, কোহলি এখন ১১১ ফিফটি নিয়ে দ্বিতীয় স্থানে। আইপিএল ২০২৪-এ কোহলির এই ধারাবাহিক পারফরম্যান্স বেঙ্গালুরুকে প্লে-অফের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে।


সম্পর্কিত নিউজ