বাংলাদেশ থেকে দেখা যাবে না আজকের আংশিক সূর্যগ্রহণ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ থেকে দেখা যাবে না আজকের আংশিক সূর্যগ্রহণ। ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ৫৩ মিনিটে শেষ হবে এ মহাজাগতিক ঘটনা। নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার আকাশে দৃশ্যমান হবে সূর্যগ্রহণ।
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটছে আজ রাতেই। মহাজাগতিক এ বিরল দৃশ্যটি হবে আংশিক সূর্যগ্রহণ, তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। তবু বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের মাঝে এ ঘটনা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। মোট স্থায়িত্বকাল হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
সূর্যগ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী, গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে এবং উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অগ্রসর হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। আর গ্রহণের সমাপ্তি ঘটবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে।
এবারের সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক ৮৫৫ হবে বলে জানানো হয়েছে। গ্রহণটি সরাসরি দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে গ্রহণটি প্রত্যক্ষ করা যাবে না।
তবে মহাজাগতিক এ ঘটনা অনলাইনে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের মাধ্যমে সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ ধরনের গ্রহণ মহাকাশবিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাধারণ মানুষের কাছে মহাবিশ্বের রহস্যময় সৌন্দর্য তুলে ধরে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।