আজ বিশ্ব গন্ডার দিবস
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আজ ২২ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) সাউথ আফ্রিকা প্রথম এ দিবসের সূচনা করে। এরপর থেকে প্রতিবছর এদিন বিশ্বব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দিবসটি পালন করা হচ্ছে।
বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার বিদ্যমান। এর মধ্যে আফ্রিকায় রয়েছে সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় রয়েছে একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। তবে এ মূল্যবান বন্যপ্রাণী দীর্ঘদিন ধরে শিকার, চোরাকারবার, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মারাত্মক হুমকির মুখে রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ সংরক্ষণ না করা হলে নিকট ভবিষ্যতে গন্ডার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে।
বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও গন্ডার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থা ও পরিবেশবাদী সংগঠন এ দিবসে গন্ডারকে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় এক অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরছে।
বিশেষজ্ঞরা মনে করেন, গন্ডার শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, পরিবেশ ও প্রতিবেশ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে গন্ডার সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব গন্ডার দিবসের মূল বার্তা হলো- “গন্ডার বাঁচান, প্রকৃতি বাঁচান।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।