পূজার পোশাকে বৈচিত্র্য, কাট-ছাঁটে নতুনত্ব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
পূজার পোশাকে বৈচিত্র্য ও কাট-ছাঁটে এসেছে নতুনত্ব। দুর্গোৎসব ২০২৫-এ শাড়ি, কুর্তা, লেহেঙ্গা, কুর্তি, শারারা ও পাঞ্জাবিতে ফুটে উঠছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। ঢাকাসহ বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডগুলোয় পাওয়া যাচ্ছে ট্রেন্ডি ফিউশন পোশাক, উজ্জ্বল রঙ, থিমভিত্তিক মোটিফ ও আরামদায়ক ফেব্রিকের সমৃদ্ধ আয়োজন।
দুর্গাপূজাকে ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন হাউস ও পোশাক ব্র্যান্ডগুলোয় জমে উঠেছে বিশেষ আয়োজন। এবারের পূজার পোশাকে কাট-ছাঁট ও রঙে এসেছে বৈচিত্র্য, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে তৈরি হয়েছে উৎসবমুখর এক সংগ্রহ।
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস জানান, এবারের আয়োজনের মূল আকর্ষণ পরিবারকেন্দ্রিক থিম সেট, কাপল কালেকশন এবং ডুয়েট সিরিজের পোশাক। শাড়ি, থ্রিপিস, কামিজ, কুর্তা, টপস থেকে শুরু করে টি-শার্ট, ফতুয়া ও কোরড সেট পর্যন্ত সব বয়সের মানুষের জন্য রাখা হয়েছে নানা বৈচিত্র্য। রঙে প্রাধান্য পাচ্ছে লালের দীপ্তি, গেরুয়ার উষ্ণতা, আকাশির স্বচ্ছতা ও খয়েরির গভীরতা। ফেব্রিকসে ব্যবহৃত হয়েছে সফট সিল্ক, লিনেন, জ্যাকার্ড কটন ও ভয়েল, যা আরাম ও সৌন্দর্যের সমন্বয় ঘটাচ্ছে।
তরুণীদের সাজে সালোয়ার-কামিজের বাইরে জনপ্রিয় হচ্ছে প্লাজো কামিজ, কুর্তি, আনারকলি, লেহেঙ্গা-চোলি ও শারারা। এসব পোশাকে দেখা যাচ্ছে পদ্মফুল, ত্রিশূল, দেবীর মুখ ও মন্দিরভিত্তিক মোটিফ। অন্যদিকে তরুণদের ফ্যাশনে পাঞ্জাবির পাশাপাশি কুর্তা-জ্যাকেট কম্বো, শেরওয়ানির সঙ্গে জিন্স, কুর্তার সঙ্গে ট্রাউজার বা সিগারেট প্যান্ট বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে। টি-শার্টেও যুক্ত হয়েছে পূজাভিত্তিক থিম ডিজাইন।
এ ছাড়া পরিবেশবান্ধব পোশাকের প্রতিও ক্রেতাদের ঝোঁক বাড়ছে। স্থানীয় কারিগরের হাতে তৈরি পোশাক ও প্রাকৃতিক রঙের ব্যবহার এ বছর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
দামের দিক থেকে দেশীয় ব্র্যান্ডে পূজার পোশাক পাওয়া যাবে দেড় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে। অনলাইন ব্র্যান্ড ও নিউমার্কেট, গাউছিয়ার দোকানগুলোতে আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ রয়েছে।
ফলে এবারের দুর্গোৎসবে উৎসবের আবহে পোশাক বাজারে রঙ, কাট-ছাঁট ও নকশার বৈচিত্র্য এনে দিয়েছে ভিন্ন মাত্রা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।