বার্ষিক আয়ে তারেক-শফিকুরের চেয়েও এগিয়ে নাহিদ

বার্ষিক আয়ে তারেক-শফিকুরের চেয়েও এগিয়ে নাহিদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী তারেক রহমান ও শফিকুর রহমানের তুলনায় এনসিপির নাহিদ ইসলামের বার্ষিক আয় বেশি। আয়, সম্পদ ও মামলার বিস্তারিত তথ্য দেওয়া হলো । তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে নাহিদ ইসলামের বছরে আয় কয়েক গুণ বেশি দেখিয়েছে হলফনামায়। নাহিদ ইসলাম আয় দেখিয়েছেন ১৬ লাখ টাকা। তিনজনেরই কম পক্ষে কোটি টাকার সম্পদ রয়েছে। এদের মধ্যে তারেক রহমানের পেশা দেখিয়েছেন রাজনীতি, শফিকুর রহমান চিকিৎসক আর নাহিদ ইসলামের পেশা পরামর্শক। এবারের সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া যায়।

হলফনামায় বাধ্যতামূলক ব্যক্তিগত তথ্য দিতে হয় সংসদ নির্বাচনের প্রার্থীদের। বিশেষ করে  আয়-ব্যয়ের হিসাব, সম্পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা।

রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। লড়বেন ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে। হলফনামায় তিনি বছরে আয় দেখিয়েছেন ছয় লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা।

তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ এক কোটি ৯৭ লাখ টাকা দেখিয়েছেন এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানের এক কোটি পাঁচ লাখ ৩০ হাজার টাকার সমপদ রয়েছে। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ৭৭টি মামলার তথ্যও দিয়েছেন তিনি হলফনামায়।

ঢাকা-১৫ থেকে নির্বাচন করবেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। তার সম্পদের পরিমান প্রায় দেড় কোটি টাকা, কোনো ঋণ নেই তার। বছরে আয় তিন লাখ ৬০ হাজার টাকার মতো।

২৩০ শতাংশ জমি ও একটি ডুপ্লেক্স বাড়ির মালিক ডা শফিকুর রহমান। যার দাম দেখানো হয়েছে প্রায় তিন কোটি টাকা। আর মামলা রয়েছে ৩৪টি।

ঢাকা-১১ আসনের প্রার্থী হয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। বছরে তাঁর আয় ১৬ লাখ পাঁচ হাজার ১৫৮ টাকা এবং সম্পদ রয়েছে ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। তিনি স্নাতক পাস ও পেশায় একজন পরামর্শক।

তার আনুমানিক ৩০ লাখ টাকার অস্থাবর সম্পদও দেখিয়েছেন নাহিদ ইসলাম এবং তার স্ত্রীর রয়েছে ১৫ লাখ টাকার সম্পদ।


 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ