রাজনৈতিক চাপে পদ নিতে বাধ্য হওয়াঃ
পদত্যাগ করলেন ভাটারা থানা ছাত্রলীগ নেতা মহিন ঢালি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ভাটারা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মহিন ঢালি তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। মঙ্গলবার , ৬ জানুয়ারি এক খোলা চিঠির মাধ্যমে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণঃ
পদত্যাগপত্রে মহিন ঢালি উল্লেখ করেন যে, তিনি কোনো রাজনৈতিক আদর্শের কারণে নয়, বরং তীব্র রাজনৈতিক চাপে পড়ে ৪০ নং ওয়ার্ড, ভাটারা থানা ছাত্রলীগের সহ-সভাপতির পদ নিতে বাধ্য হয়েছিলেন। তিনি দাবি করেন, এই সংগঠনের নীতি ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের সাথে তার কখনোই কোনো সম্পৃক্ততা বা সমর্থন ছিল না।
৫ই আগস্ট পরবর্তী পদক্ষেপঃ
তিনি পত্রে আরও জানান, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পদত্যাগ করার চেষ্টা চালিয়ে আসছিলেন। বিভিন্ন স্থানে পদত্যাগপত্র জমা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত খোলা চিঠির মাধ্যমে তিনি এই নিষিদ্ধ সংগঠন থেকে পদত্যাগ এবং সকল রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।
মহিন ঢালি চিঠিতে বলেনঃ
"আমি কখনোই এই সংগঠনের নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের পক্ষে ছিলাম না। তাই খোলা চিঠির মাধ্যমে আমি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদ এবং সমস্ত কার্যক্রম থেকে পদত্যাগ করছি।"
পরিশেষে তিনি ছাত্রলীগকে 'নিষিদ্ধ সংগঠন' হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।