জিএম কাদের কি তৃতীয় লিঙ্গের রানীর সাথে পারবে ?

জিএম কাদের কি তৃতীয় লিঙ্গের রানীর সাথে পারবে ?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দরজায় কড়া নাড়ছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে চলছে আলোচনা সমালোচনা কে জিতবে কে হারবে।তবে রংপুর -৩ সদর আসনে তৃতীয় লিঙ্গের /হিজড়া আনোয়ারা রানীর প্রার্থীতা নিয়ে যেন সবার মধ্যে আলাদা উচ্ছাস বয়ছে।আমাদের সমাজে সচারাচর তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায় না।

সবাই কে অবাক করে দিয়ে রানী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। রানীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী  জাপার জিএম কাদের। জিএম কাদের রংপুর সদর -৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তাই তাকে ছোট করে দেখা যাবে না। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে ২০২৪ সালে  রানী জিম কাদেরের সাথে নির্বাচনে হেরে যায়।তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের সহায়তায় জিএম কাদের নির্বাচনে জয় লাভ করে।  কিন্তু এবারের পেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই কাদের একা হয়ে পড়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের

 

নেতৃবৃনদরা কাদের কে আওয়ামী লীগের দোষর বলে আখ্যা দিচ্ছে। এবার রানী কে ও খাটো করে দেখার কিছু নেই। ২০২৪ সালের নির্বাচনে  রানী ২৩৩৩৯ ভোট পেয়ে ছিলো কিন্তু এবার রানী জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে মানুষের

নিকট আরো জনপ্রিয় হয়ে উঠে। সমাজ সেবার পাশাপাশি তিনি নিজেকে একজন তৃতীয় লিঙ্গের অধিকার কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সমাজে। তাই এবারের নির্বাচনে রানী কে নিয়ে জনগণ আশাবাদী। শেষ পযর্ন্ত রানীর সাথে হেরে যাবে কি না জিএম কাদের এটাই ভাবনার বিষয়


সম্পর্কিত নিউজ