চেহারা সুন্দর করার বাংলা দোয়া ও উচ্চারণ

চেহারা সুন্দর করার বাংলা দোয়া ও উচ্চারণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কথাই আছে সবাই সুন্দরের পাগল । সবাই চাই তার চেহারা যেন আরও সুন্দর হয়। তবে তারা এটা ভুলে যায়, মহান আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দান করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন।

পবিত্র কোরআনে এসেছে, আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি। (সুরা : ত্বিন, আয়াত : ৪)

এরপরও মানুষ তাদের চেহারা আরও সুন্দর করতে নানা রকম কার্যক্রম চালিয়ে যায়। বিভিন্ন বিদেশি ক্রিম থেকে শুরু করে নানা রকম আমলও করে থাকেন অনেকে।

এ ছাড়াও বর্তমানে কিছু কিছু ঘটনা এমনও ঘটছে। চেহারা সুন্দর করার জন্য অনেকে প্লাসটিক সার্জারি ও করছেন।

শরীর আল্লাহর দেওয়া একটি আমানত। তাতে পরিবর্তন ও পরিবর্ধনের অধিকার মানুষের নেই। তাই নিছক সৌন্দর্য বর্ধনের জন্য মানুষের চেহারা পরিবর্তন করা বৈধতা নেই ইসলামে। তবে বিশেষ প্রয়োজনে চেহারায় সার্জারি করা জায়েজ আছে।

আবদুর রহমান বিন তুরফা (রহ.) বলেন, কিলাবের যুদ্ধের সময় তার দাদা আরফাজা বিন আসাদ (রা.)-এর নাক কাটা যায়। তিনি একটি রুপার নাক তৈরি করে নিলে তা থেকে দুর্গন্ধ আসতে থাকে। তখন তিনি নবী করিম (সা.)-এর নির্দেশে একটি সোনার নাক তৈরি করে নেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪২৩২)

হাদিস থেকে আরোও বোঝা যায়, আগুনে পোড়া, এসিড দগ্ধ হওয়া কিংবা অ্যাকসিডেন্টে চেহারা ক্ষতিগ্রস্ত হলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে স্বাভাবিক করার সুযোগ আছে।

চেহারা সুন্দর করার আমল
অধিক আমল চেহারা সুন্দর করার স্থায়ী আমল। পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর সাজগোজ নারীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের জন্য পরিপাটি থাকাই ইসলামের শিক্ষা।

এ ব্যাপারে নবীজি (সা.) বলেন, আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি, যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি। (বায়হাকি, হাদিস : ১৪৭২৮)

বাহ্যিক সাজসজ্জা করার সময় বা আয়না দেখার সময় এই দোয়াটি পাঠ করা উত্তম। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলতেন,

اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي

আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি

হে আল্লাহ! আপনি আমার চেহারা সুন্দর করেছেন। অতএব, আমার চরিত্রও সুন্দর করে দিন।
আমরা সকলে এই আমল টি করার চেষ্টা করব।

(মুসনাদে আবু ইআলা, হাদিস : ৫০৭৫)

আল্লাহ পরকালে সবার চেহারা উজ্জ্বল করুন। আমিন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ