শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে ৩ আগস্ট কেনো গণভবনে গিয়েছিল তামিম ইকবাল?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টারবয় খ্যাত সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে চিনে না এমন মানুষ দেশে নেই বললেই চলে। চেনা জানা মানুষজন বেশিরভাগ সময়ই আলোচনায় থাকেন। অবসরে চলে গেলেও প্রায়শই আলোচনায় থাকছেন সাবেক এই ওপেনার।
এবার আলোচনায় এসেছেন খুবই স্পর্শকাতর বিষয়ে।পলাতক আসামী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য ৩ই আগস্ট ২০২৪ সালে গণভবনে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অবস্থান করছিলেন তিনি।৩ই আগস্ট যেই সময় শেখ হাসিনার পতনের ঘোষণা দিচ্ছিলো ছাত্র জনতা ঠিক সেই সময় গণভবনে তামিম ইকবালের উপস্থিতি নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। কেনো সেদিন শুধুমাত্র গণভবনে শেখ হাসিনার সবচেয়ে কাছের ও রাজনৈতিক অনুগতরাই গিয়েছিলেন গণভবনে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে গণভবনের রেজিস্ট্রার বইয়ের একটি পৃষ্ঠা ফাঁস হয় সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা যায় তামিম ইকবালের এই তথ্য।
শেখ হাসিনার সাথে তামিম ইকবালের সম্পর্কের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তবে দেখা যায় তামিম ইকবাল ছিলেন হাসিনার অনুগত একজন। ইতিপূর্বে অন্যান্য ক্রিকেটারের সাথে তামিম ইকবালকেও রাজনৈতিক নিষিদ্ধ আওয়ামিলীগের নির্বাচনি প্রচারণায় দেখার তথ্য ও ফুটেজ রয়েছে জাগরণ নিউজের কাছে। সেই সাথে ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন, ফেসবুক লাইভ, ফেসবুক পোস্ট করার পরেও শেখ হাসিনার আদেশে পুণরায় অবসর ভেঙ্গে জাতীয় দলে খেলা চালিয়ে যান তামিম ইকবাল। সেই সময় সাংবাদিকদের তামিম ইকবাল জানান,
শেখ হাসিনাকে আমার পক্ষে না বলা অসম্ভব
সেই সময় এই বিষয়টি নিয়ে নেটিজেনরা নানান রকম প্রশ্ন তোলেন, এমনকি তামিম ইকবালের ব্যক্তিত্ব ও সীদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।
“প্রধানমন্ত্রী আমাকে খেলতে বলেছেন। এরপরে আর কোনো কথা নেই। আমি অবশ্যই খেলব।”
সপ্টেম্বর মাসে নাটকীয় অবসর ভাঙ্গা আর ফিরে আসার পরে নভেম্বর মাসে আবার শেখ হাসিনার সাথে দেখা করেন তামিম ইকবাল। সেই সময় তিনি আবারো মন্তব্য করেন,
‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের’
সর্বশেষ ৭ই জানুয়ারি হাসিনার শেষ নির্বাচনের আগেও শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যান তামিম ইকবাল। এবার যে বিষয়টি নিয়ে সমালোচনা উঠেছে সেটিও শেখ হাসিনার সাথে সাক্ষাৎ, তবে সেটা শেখ হাসিনা পালানোর ঠিক দুই দিন আগে! জাতীয় দলের একজন খেলোয়াড় যিনি শেখ হাসিনার নির্বাচনের আগে সাক্ষাৎ করেন, সেই সরকারের নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করেন এমনকি সেই সরকার দেশ ছেড়ে পালানোর আগের দিন ৪ ঘন্টা গণভবনে অবস্থান করেন! বিভিন্ন সময়ে শেখ হাসিনা, আওয়ামীলীগ সহ নিষিদ্ধ সংগঠন গুলোকে অভিনন্দন জানিয়েও সোশাল মিডিয়াতে তামিম ইকবাল পোস্ট করতেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনেও ছিলো তামিম ইকবালের উপস্থিতি।
পোস্টারবয় থেকে জাতীয় ভিলেন, তামিমের এই রুপান্তরের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক তারই করা আরো একটি মন্তব্য।তামিম ইকবাল মুলত আইপিল ও টি-২০ বিশ্বকাপ নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন,
'আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫ ভাগ ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে।
আমরা যখন খেলতে যাই দর্শক অনেক রকম করেই চিন্তা করে আবেগ থেকে অনেক কিছু বলে।
সব কিছু এভাবে চিন্তা করলে আপনি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।'
তামিম ইকবালের এই মন্তব্যর পরেই মুলত আবারো আলোচনায় এলো তামিম ইকবালের গণভবনে যাওয়ার সেই সংবাদ।এই বিষয়ে তামিম ইকবালের মন্তব্য নেওয়ার জন্য তামিম ইকবালের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।