{{ news.section.title }}
উইকিপিডিয়া ও প্রযুক্তি কোম্পানির মধ্যে তথ্য শেয়ার চুক্তি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
তথ্য ব্যবহারের জন্য মার্কিন জায়ান্ট সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট, সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের মতো বেশ কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে উইকিপিডিয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উইকিপিডিয়ার মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায় গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’ ও ফ্রান্সের ‘মিস্ট্রাল এআই’ সহ আরও বেশ কিছু কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তারা। এর আগে, মেটা ও আমাজনকে পার্টনারশিপে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
২০২২ সালে অ্যালফাবেটের মালিকানাধীন মার্কিন সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় উইকিপিডিয়া।
চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি কোম্পানি উইকিপিডিয়ার তথ্যে বিশেষ প্রবেশাধিকার পাওয়ার জন্য অর্থ দেবে।
উইকিমিডিয়া জানায় তারা নিজেদের ‘এন্টারপ্রাইজ’ পণ্যটির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে । তারা সেক্টরটি এমনভাবে ডেটা দিয়ে সাজাবে যাতে প্রযুক্তি কোম্পানিগুলো এআই মডেল প্রশিক্ষণের প্রয়োজন মেটাতে পারে।
উইকিমিডিয়া এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট লেন বেকার বলেন, “এসব প্রযুক্তি কোম্পানির কাজের ক্ষেত্রে উইকিপিডিয়া অপরিহার্য অংশ। ফলে তা সচল রাখতে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, তা তাদেরই খুঁজে বের করতে হবে।“
তিনি যোগ করেন, “এসব কোম্পানিকে আমাদের ফ্রি প্ল্যাটফর্ম থেকে বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ঠিক কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, তা বুঝতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে আমাদের বড় প্রযুক্তি অংশীদাররা এখন সত্যিই বুঝতে পারছে যে, উইকিপিডিয়ার কাজ এগিয়ে নেওয়ার জন্য তাদের যুক্ত হওয়া তাদের স্বার্থেই প্রয়োজন।“
উল্লেখ্য, বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণের জন্য উইকিপিডিয়ার কনটেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০০টিরও বেশি ভাষায় প্রায় সাড়ে ছয় কোটি নিবন্ধ যুক্ত তথ্য ভান্ডার উইকিপিডিয়া চ্যাটবট ও এআই অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজনীয় তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে।
তবে এআই প্রশিক্ষণের জন্য যখন বিভিন্ন কোম্পানি উইকিপিডিয়ার বিপুল সংখ্যক তথ্য বিনামূল্যে সংগ্রহ করে তখন তাদের সার্ভারের ওপর প্রচণ্ড চাপ পড়ায় প্রতিষ্ঠানটির পরিচালনা খরচ অনেক বেড়ে গেছে। অথচ উইকিপিডিয়ার আয়ের প্রধান উৎস সাধারণ মানুষের দেওয়া ছোট ছোট অনুদান।
সারা বিশ্বের প্রায় আড়াইলাখ স্বেচ্ছাসেবক সম্পাদক উইকিপিডিয়ার কনটেন্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন। তারা তথ্য লেখা, সম্পাদনা ও সত্যতা যাচাইয়ের মতো বিভিন্ন কাজ করেন।
উল্লেখ্য, উইকিমিডিয়া যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নাডেট মিহানকে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২০ জানুয়ারি নতুন দায়িত্ব গ্রহন করবেন।
২০২২ সালে অ্যালফাবেটের মালিকানাধীন মার্কিন সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় উইকিপিডিয়া।
চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি কোম্পানি উইকিপিডিয়ার তথ্যে বিশেষ প্রবেশাধিকার পাওয়ার জন্য অর্থ দেবে।
উইকিমিডিয়া জানায় তারা নিজেদের ‘এন্টারপ্রাইজ’ পণ্যটির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে । তারা সেক্টরটি এমনভাবে ডেটা দিয়ে সাজাবে যাতে প্রযুক্তি কোম্পানিগুলো এআই মডেল প্রশিক্ষণের প্রয়োজন মেটাতে পারে।
উইকিমিডিয়া এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট লেন বেকার বলেন, “এসব প্রযুক্তি কোম্পানির কাজের ক্ষেত্রে উইকিপিডিয়া অপরিহার্য অংশ। ফলে তা সচল রাখতে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, তা তাদেরই খুঁজে বের করতে হবে।“
তিনি যোগ করেন, “এসব কোম্পানিকে আমাদের ফ্রি প্ল্যাটফর্ম থেকে বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ঠিক কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, তা বুঝতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে আমাদের বড় প্রযুক্তি অংশীদাররা এখন সত্যিই বুঝতে পারছে যে, উইকিপিডিয়ার কাজ এগিয়ে নেওয়ার জন্য তাদের যুক্ত হওয়া তাদের স্বার্থেই প্রয়োজন।“
উল্লেখ্য, বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণের জন্য উইকিপিডিয়ার কনটেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০০টিরও বেশি ভাষায় প্রায় সাড়ে ছয় কোটি নিবন্ধ যুক্ত তথ্য ভান্ডার উইকিপিডিয়া চ্যাটবট ও এআই অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজনীয় তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে।
তবে এআই প্রশিক্ষণের জন্য যখন বিভিন্ন কোম্পানি উইকিপিডিয়ার বিপুল সংখ্যক তথ্য বিনামূল্যে সংগ্রহ করে তখন তাদের সার্ভারের ওপর প্রচণ্ড চাপ পড়ায় প্রতিষ্ঠানটির পরিচালনা খরচ অনেক বেড়ে গেছে। অথচ উইকিপিডিয়ার আয়ের প্রধান উৎস সাধারণ মানুষের দেওয়া ছোট ছোট অনুদান।
সারা বিশ্বের প্রায় আড়াইলাখ স্বেচ্ছাসেবক সম্পাদক উইকিপিডিয়ার কনটেন্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন। তারা তথ্য লেখা, সম্পাদনা ও সত্যতা যাচাইয়ের মতো বিভিন্ন কাজ করেন।
উল্লেখ্য, উইকিমিডিয়া যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নাডেট মিহানকে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২০ জানুয়ারি নতুন দায়িত্ব গ্রহন করবেন।