চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ৩৯ শতাংশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন পরীক্ষার্থী যার নম্বর ৯০ দশমিক ৬৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। এ ইউনিটে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৩৯৮ শতাংশ।
এর আগে গত ৩ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৮৭ হাজার ৬৯৪ জন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেন ১৯ হাজার ৩৪৫ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৫ হাজার ৫৪৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৯৩টি। সে হিসেবে একটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা এ ইউনিটকে এবারের ভর্তি পরীক্ষার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউনিটে পরিণত করে।
ভর্তি পরীক্ষা কমিটির আরো জানান , মেধাক্রম অনুযায়ী পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম, বিষয় নির্বাচন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশের মাধ্যমে জানানো হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।